logo

নিয়মিত বৈঠক,ত্রিপুরা প্রদেশ

বিষয়: নিয়মিত বৈঠক,ত্রিপুরা প্রদেশ
আজ তারিখ 2৫ ফেব্রুয়ারি রাত ৮ টা থেকে মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ ,সমস্যা সমাধান সমিতির সভাপতিত্বে , ত্রিপুরা প্রদেশের সকল কার্য্যকর্তা , জিলা এবং মণ্ডল এর প্রদেশ কার্য্য কারিনী এর নিম্নোক্ত বিন্দু পর বৈঠক সুনিচ্ছিত করা হচ্ছে :
১.প্রদেশ কমিটি ,জিলা কমিটি ,মণ্ডল কমিটি পৰ্য্যালোচনা
২.আগামী সমাগমরে রূপরেখা তৈরি করা।
৩.মিডিয়া কার্য এবং সংঘঠনে মিডিয়ার প্রয়োজনীয়তা।
৪. সংঘঠন বিস্তার।

বৈঠকে বিশেষ উপস্থিত
১.শ্রীমান দীনেশ পুরোহিত জি ,সদস্য, রাষ্ট্রিয় পরিষদ।
২.শ্রীমান জীতেন্দ্র মিশ্রা জি ,অধ্যক্ষ ,কেন্দ্রীয় নির্ণায়ক সমিতি &প্রভারি ত্রিপুরা প্রদেশ
৩.শ্রীমান ললিত কুমার জি ,রাষ্ট্রিয় মিডিয়া প্রভারি।
৪.শ্রীমান অমরজিৎ অরুরা জি,অধ্যক্ষ, কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটি।
৫.শ্রীমান রাজেশ তরপদার জি,প্রাভারি ,অসম প্রদেশ।
৬.শ্রীমান বিশ্বপ্রিয় দত্ত জি,উপাধ্যক্ষ ,ত্রিপুরা প্রদেশ।
৭.শ্রীমান অজিত সিনহা জি,মহামন্ত্রী,ত্রিপুরা প্রদেশ।

সভা সঞ্চালন করবেন :শ্রীমান পার্থ প্রতিম পাণ্ডে জি , উপাধ্যক্ষ ,ত্রিপুরা প্রদেশ।

ধ্যানবাদন্তে
শ্রী নীলকান্ত সিনহা
প্রদেশ অধ্যক্ষ ,ত্রিপুরা
বৈঠকের সময় রাত ৮ থেকে ১০ টা পর্যন্ত হবে
অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে। সভায় উপস্তিতি বাধ্যতামূলক। বিনা কারনে অনুপস্থিত সংঘঠনের অনুশাসন বিরুধী মানা হবে।

0
0 views